
ফাইল ছবি
সরকার পদত্যাগের ঘোষণা না দেওয়া পর্যন্ত বিএনপি তাদের সাথে কোনো সংলাপে যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সংলাপ বিষয়ে রাষ্ট্রপতির আহ্বানের বিষয়ে তিনি বলেন, সংঘাত এড়িয়ে এগিয়ে যেতে চাইলে সরকারকেই দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রপতির হাতে ক্ষমতা নেই, বিদায় বেলায় গতানুগতিক কিছু ভালো কথা বলেছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে সরকার ক্ষমতায় আছে। গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করেছে বলে অভিযোগ তার। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে সাথে নিয়ে ঈদের পর সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানান তিনি।
মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশ হামলা করছে।