ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সরকার পদত্যাগের ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো সংলাপ নয়: ফখরুল

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ৮ এপ্রিল ২০২৩

সরকার পদত্যাগের ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো সংলাপ নয়: ফখরুল

ফাইল ছবি

সরকার পদত্যাগের ঘোষণা না দেওয়া পর্যন্ত বিএনপি তাদের সাথে কোনো সংলাপে যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (৮ এপ্রিল) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

সংলাপ বিষয়ে রাষ্ট্রপতির আহ্বানের বিষয়ে তিনি বলেন, সংঘাত এড়িয়ে এগিয়ে যেতে চাইলে সরকারকেই দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রপতির হাতে ক্ষমতা নেই, বিদায় বেলায় গতানুগতিক কিছু ভালো কথা বলেছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। 

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে সরকার ক্ষমতায় আছে। গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করেছে বলে অভিযোগ তার। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে সাথে নিয়ে ঈদের পর সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানান তিনি। 

মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশ হামলা করছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

৬ দিনের সরকারি সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা।
খরতাপ, অসহ্য গরম থেকে বাঁচতে জেলায় জেলায় ইসতিসকার নামাজ। বৃষ্টির জন্য কাঁদছেন, লাখো মানুষ।
আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা খুব কম। গরম আরও বাড়বে- বার্তা আবহাওয়া অধিদপ্তরের।
আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগের ফলে মামলার জট কমবে- অ্যাটর্নি জেনারেল।
অতিরিক্ত তাপ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের আড়াই’শ কোটি কর্মজীবি মানুষ নিয়ে উদ্বেগ জাতিসংঘের।
উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে উড়ে আসা সাহারা মরুভূমির ধুলিঝড়ে ঢেকে কমলা রংয়ে রূপ নিয়েছে গ্রিসের আকাশ। চব্বিশ ঘন্টায় ২৫টি দাবানল।
সিকান্দার রাজাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।