সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে শনিবার ঢাকার চারটি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও হামলার প্রতিবাদে আজ (৩১ জুলাই) দেশের সকল জেলা ও বিভাগীয় শহরে জনসমাবেশ করবে বিএনপি।
ঢাকার জনসমাবেশটি বেলা তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সারা দেশে জনসমাবেশ হবে। ঢাকার জনসমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে হবে। আমরা নয়াপল্টনে জনসমাবেশ করতে চেয়েছিলাম, পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে সেটি নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত করা হয়েছে। জনসমাবেশে দলের নেতাকর্মীদের পাশাপাশি রাজধানীবাসীকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি।
গত শনিবার ঢাকার চারটি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দলটির ৫ শতাধিক নেতাকর্মী আহত হয় ও ৭০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ সারা দেশে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।