ঢাকা,  মঙ্গলবার  ০৫ ডিসেম্বর ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

দ্বীনের পথ ও ব্যবসার কারণে রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি:তমিজী হক

প্রকাশিত: ২২:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩

দ্বীনের পথ ও ব্যবসার কারণে রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি:তমিজী হক

ফাইল ছবি

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যপদসহ সব সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা বরাবর আবেদন করেছেন আদম তমিজি হক।

শনিবার (৩০ সেপ্টেম্বর) আবেদনের কপি ফেসবুকে নিজেই পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তিনি। হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

আবেদনে আদম তমিজি হক লিখেছেন, ‘মাননীয় সভানেত্রী, যথাবিহিত সম্মানপূর্বক এই যে, আমি আদম তমিজি হক বিগত সাত বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে একনিষ্ঠভাবে কাজ করে আসছি এবং দলের পক্ষে যথাসম্ভব উন্নয়নমূলক কাজে অবদান রেখেছি। এই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যপদ লাভ করি।’

তিনি লেখেন ‘মাননীয় সভানেত্রী বর্তমানে আমি পরিবারসহ সৌদি আরবে স্থায়ী বসবাস শুরু করার কারণে রাজনীতির সঙ্গে সংযুক্ত থাকা সম্ভব হচ্ছে না। আমি জীবনের বাকি সময়টুকু দ্বীনের (ইসলাম ধর্মের) পথে এবং ব্যবসায়িক কাজে মনোনিবেশ করতে চাচ্ছি। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি চাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে আদম তমিজি হক বলেন, ‘গত সাত বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে কাজ করে আসছি, উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে দলে পদ দিয়ে সম্মানিত করেছেন। এ জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমি ধর্ম ও ব্যবসায় মনোযোগ দিতে চাই। সে জন্য রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজি হককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশের কথা জানানো হয় গত ১৭ সেপ্টেম্বর। ওই দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন কমিটির সভাপতি শেখ বজলুর রহমান। পরে এ বিষয়ে আর কোনও অগ্রগতি হয়নি। এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নিবার্হী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন একাধিক নগর আওয়ামী লীগের নেতা। তার আগেই দলের সব পদ থেকে অব্যাহতির আবেদন করলেন তমিজি হক।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৪১ জেলার ১৩০টি আসনে ২৮৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল।
জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ: জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী।
কমিশনের অনুমতি ছাড়া ১০ ডিসেম্বর রাজনৈতিক সমাবেশ করতে পারবে না আওয়ামী লীগ। আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি।
ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম ২৩ টাকা বাড়িয়ে সিলিন্ডার প্রতি ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
আল-আকসা মসজিদের ইমামের বাড়িতে ইসরায়েলি সেনাদের হামলা।
ব্যাঙ্গালুরুতে পঞ্চম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে ৪-১ এ সিরিজ জিতেছে ভারত।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো আগামীকাল ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা।